কক্সবাজার, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ক্রসফায়ারে ‘হত্যা’: ওসি প্রদীপসহ ৩১ জনের বিরুদ্ধে আরো দুই মামলার আবেদন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা নুর মোহাম্মদ ও মো. আজিজ নামে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৩১ জনের বিরুদ্ধে আরও দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে নিহত নুর মোহাম্মদের স্ত্রী লায়লা বেগম ও নিহত আজিজের মা হালিমা খাতুন বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন।

মামলার একটিতে প্রদীপসহ ১৫ জন ও আরেকটিতে ১৬ জন এজাহারনামীয় আসামি করা হয়েছে।
নিহত নুর মোহাম্মদ টেকনাফ সদরের নাজিরপাড়ার ও আজিজ ডেইলপাড়ার বাসিন্দা।

মামলা দু’টি আমলে নিয়ে আগামী ৪ নভেম্বরের মধ্যে এ সংক্রান্ত অন্য কোনো মামলা আছে কিনা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী মো. মোস্তফা জানিয়েছেন, গত বছরের ২১ মার্চ রাতে টেকনাফ মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় নুর মোহাম্মদ ও ১৯ অক্টোবর রাতে আজিজকে টেকনাফের মহেশখালিয়া পাড়া নদীঘাট এলাকায় নিয়ে বরখাস্ত ওসি প্রদীপের নেতৃত্বে গুলি করে হত্যা করা হয়।

পাঠকের মতামত: