বান্দরবানের মায়ানমার সীমান্ত এলাকায় কোনোভাবেই যেনো ঠেকানো যাচ্ছেনা রোহিঙ্গা অনুপ্রবেশ। কখনও নাইক্ষ্যংছড়ি আবার কখনও আলীকদম সীমান্তের পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। জনসমাগম এলাকায় কিছু রোহিঙ্গা ধরা পড়লেও বাকিরা কৌশলে চলে যাচ্ছে রোহিঙ্গা শিবিরগুলোতে। তেমন একটি রোহিঙ্গা দলকে আটক করেছে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
অনুপ্রবেশকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাচঁতে বুচিদং এলাকা থেকে গত ১৯ দিন পূর্বে প্রায় ৩শ’ পরিবার তাদের এলাকা ত্যাগ করেন। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। সবশেষ মঙ্গলবার রাতে তাদের মধ্যে ৪ পরিবারের মোট ২৮ জন নারী-পুরুষ ও শিশু বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্ত এলাকায় দিয়ে স্থানীয় এক বাসিন্দার সহযোগিতায় বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে রামু উপজেলার গর্জনিয়া বাজারে তাদের নজরদারি করে বিজিবি। তবে তাদের আটক কিংবা ফেরত পাঠানো হয়েছে কিনা এই বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১১ বিজিবি অধিনায়কের মুঠোফোনে যোগাযোগ করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত: