মাসখানেক ধরে সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ায় পৌঁছেছে রোহিঙ্গা শরণার্থীদের একটি দল।
সোমবার (২৬ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি সৈকতে অবতরণ করেছে।স্থানীয় কর্মকর্তাদের বরাত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে, রবিবার ৫৮ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা আচেহ প্রদেশের বেসার জেলায় পৌঁছায়।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সাগরপথে কাঠের নৌকাযোগে যে ১৮৫ জন রোহিঙ্গা শরণার্থী পৌঁছেছেন ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু। তাদের সবাই বেশ ক্ষুধার্ত ও দুর্বল। তাদের অন্তত তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকীদের স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে।
তবে, সপ্তাহখানেক আগে সমুদ্রে ভাসমান অন্তত ১৯০ রোহিঙ্গাকে উদ্ধারে জাতিসংঘ যে আহ্বান জানিয়েছিল, এটিই সেই নৌকা কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পাঠকের মতামত: