তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।
তিনটি পরিবর্তন খেলতে নেমেছে বাংলাদেশ। দলে নেই আগের ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন। তাদের জায়গা নিয়েছেন নাজমুল হাসান শান্ত, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত।
আজকের একাদশ:
নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ শেখ নাঈম, লিটন দাস (উইকেটরক্ষক/অধিনায়ক), সৌম্য সরকার আফিফ হোসেন, মাহাদি হাসান,মোসাদ্দেক হোসেনন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।
প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ইতোমধ্যে সিরিজ হেরে গেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজকের ম্যাচে জিততেই হবে টাইগারদের। এর আগে ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল দুই দল। সেখানে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল তামিমবাহিনী।
পাঠকের মতামত: