টেকনাফের হোয়াইক্যং খারাংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াব সহ আবুল বশর (৪৫) নানের এক মাদককারবারীকে আটক করেছে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ।
আটক আবুল বশর হ্নীলা দমদমিয়া এলাকার মৃত মোহাম্মদ জামালের পুত্র৷
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়৷
পুলিশ সূত্রে জানাযায়, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি মোজাহের হোসেনের নেতৃত্বে এএসআই রিটন দে ও এএসআই রাকিব সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত ডিউটি করাকালে আনুমানিক সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করে একটি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা যোগে হোয়াইক্যং বাজারের দিক হইতে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে টেকনাফ সদরের দিকে যাচ্ছে ৷ উক্ত সংবাদের বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সন্ধ্যা ৭টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ খারাংখালী বাজারস্থ রবি গ্লাস হাউজ এন্ড থাই এ্যালুমিনিয়াম দোকানের সামনে টেকনাফ টু কক্সবাজার রাস্তার উপর উপস্থিত হইয়া বিভিন্ন গাড়ী তল্লাশী কার্যক্রম শুরু করে। একপর্যায়ে হোয়াইক্যং হইতে টেকনাফগামী একটি সবুজ রংয়ের যাত্রীবিহীন সিএনজি অটোরিক্সার চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ধৃত করে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে সিএনজির অটোরিক্সার ড্রাইভিং সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ টি প্যাকেট, যাহার প্রতিটি প্যাকেটে ২০০ করিয়া সর্বমোট ৩০ হাজার পিস ইয়াব উদ্ধার করা হয় ৷
এই বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, সিএনজি অটোরিক্সা যোগে আবুল বশর নামের এক ব্যক্তি মাদক নিয়ে টেকনাফের উদ্দেশে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার গাড়ির সিটের নিচ থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আবুল বশরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত: