ক্রোয়েশিয়ার কাছে হেরে আপাতত হেক্সা মিশনের ইতি ঘটেছে ব্রাজিলের। দলের ব্যর্থতায় এখন নিজের ভবিষ্যৎ নিয়ে অন্ধকার দেখছেন নেইমার। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হৃদয় ভাঙার পর বলেছেন, তিনি নিশ্চিত নন হলুদ জার্সিতে আর মাঠে নামবেন কিনা।
ক্রোয়াটদের কাছে শুটআউটে বিদায়ের পর ব্রাজিলের প্রাণভোমরা বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি এখন কিছুই জানি না। হিট অব দ্য মোমেন্টে আমার মনে হয় কথা বলা ঠিক নয়।। হয়তো এখন সহজভাবে কোনও কিছু ভাবতেও পারছি না।’
নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত নেইমার বলেছেন, ‘এখনই সব শেষ করে দেওয়ার কথা বললে বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। তবে কোনও কিছুর নিশ্চয়তাও দিতে পারছি না। এখন দেখা যাক সামনে কী হয়।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি এখন আরও সময় নেবো। এখনই ব্রাজিলের জন্য হয়তো দরজা বন্ধ করছি না। আবার এটাও শতভাগ বলছি না আমি পুনরায় ফিরে আসবো।’
পাঠকের মতামত: