কক্সবাজার, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

স্মার্ট আনসার ও সমৃদ্ধ গ্রাম গঠনে আনসার ভিডিপির উদ্যোগ প্রশংসনীয়- রামুতে যুগ্ন সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ন সচিব অপূর্ব কুমার মন্ডল বলেছেন- স্মার্ট আনসার ও সমৃদ্ধ গ্রাম গঠনে আনসার ভিডিপি’র উদ্যোগ প্রশংসনীয়। মাদক, অপরাধমুক্ত ও আদর্শ দেশ গঠনে আনসার ভিডিপি সদস্যরা অনন্য অবদান রাখছে। আনসার ভিডিপির তত্ত্বাবধানে এখন দেশের গ্রামগুলোকে স্মার্ট ও নিরাপদ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে মডেল প্রকল্পের আওতায় রামুর মন্ডলপাড়া গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরের কাজ শুরু হয়েছে। এ গ্রামের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে মাদক প্রতিরোধ, বেকারত্ব নিরসন, নালা-নর্দমা ও ডাস্টবিন পরিস্কার পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সম্মত শৌচাগার নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তত্ত্বাবধানে ‘স্মার্ট আনসার, নিরাপদ গ্রাম’ ধারণাপত্র বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় যুগ্ন সচিব অপূর্ব কুমার মন্ডল এসব কথা বলেন। বুধবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় রামু মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কক্সবাজার জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাান্ট অম্লান জ্যোতি নাগ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক রাজীব হোসাইন। রামু উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামকে স্মার্ট গ্রামে রূপান্তরের লক্ষ্যে পরামর্শমূলক আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ব্যবসায়ি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আনসার ভিডিপি সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: