কক্সবাজার, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সেন্টমার্টিনে এখনো করোনায় আক্রান্ত হননি কেউ

দেশের সর্বদক্ষিণের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে কেউ এখনো করোনায় আক্রান্ত হননি। এছাড়া পুরো কক্সবাজার জেলা জুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলার সর্বাধিক আক্রান্ত এলাকা হলো কক্সবাজার পৌরসভা। পাশাপাশি উখিয়া ও টেকনাফে সংক্রমণ বেড়েই চলেছে।

আশ্চর্যের বিষয় হলো টেকনাফ উপজেলার অন্তর্গত সেন্টমার্টিন দ্বীপে ছোবল হানতে পারেনি করোনা। এই দ্বীপের লোকসংখ্যা প্রায় ১০ হাজার। সেখানকার মানুষের জীবনযাপনও স্বাভাবিক রয়েছে। খোলামেলা পরিবেশ ও বাইরের লোকজনের দ্বীপে যাতায়াত বন্ধ থাকায় এমন পরিস্থিতি বলে দাবি করেন সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদুর রহমান।

জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ৩১ মে পর্যন্ত ৩ হাজার ২৪৫ জন করোনা রোগী নিয়ে জেলার শীর্ষে রয়েছে কক্সবাজার পৌরসভা। দ্বিতীয় অবস্থান উখিয়ার, আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৫০ জন এবং তৃতীয় অবস্থানে থাকা টেকনাফে করোনা রোগী ৯২৫ জন। সংক্রমণরোধে গত ২৩ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত এই দুই উপজেলায় জারি করা হয়েছে কঠোর লকডাউন। সাড়ে ১১ লাখ রোহিঙ্গার ৩৪টি আশ্রয় শিবিরে কঠোর নজরদারির পাশাপাশি ৫টি রোহিঙ্গা শিবিরে চলছে কঠোর লকডাউন।

পাঠকের মতামত: