কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

সেন্টমার্টিনগামী জাহাজে ফরাসি পর্যটককে হয়রানি, তরুণ আটক

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ফরাসি এক পর্যটককে হয়রানির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকা থেকে আটক করা হয়।

আটক তরুণের নাম মো. সালমান (১৮)। তিনি টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে। হ্নীলার এমএনসি কলেজের ছাত্র সালমান।

টেকনাফ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জিত দত্ত জানান, আটক সালমানকে বর্তমানে থানার হাজতে রাখা হয়েছে। বিদেশি পর্যটককে হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সম্প্রতি জাহাজে ফরাসি ওই পর্যটককে হয়রানি করা হয়। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এতে দেখা যায়, সালমানসহ কয়েকজন তরুণ সেই পর্যটককে নানাভাবে হয়রানি করছেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। পর্যটককে ঘিরে তারা হাসি-ঠাট্টা করছেন। বিষয়টি পুলিশের নজরে এলে সালমানকে আটক করে।

পাঠকের মতামত: