কক্সবাজার, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

সীমান্ত চোরাচালান বন্ধে সকলকে কাজ করার আহবান জানালেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করায় আহবান জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবিব পলাশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্র প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবিব পলাশ বলেন- সীমান্ত চোরাচালান বন্ধে সকলের সহযোগীতা থাকা দরকার। দেশ ও দশের কল্যাণে সকলকে কাজ করতে হবে আন্তরিক ও নি:স্বার্থভাবে।

বান্দরবানের পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল ফারুখ হোসেন খাঁন ও কক্সবাজারের পুলিশ সুপার মো:রহমত উল্লাহ।

পাঠকের মতামত: