কক্সবাজার, রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাকারবারি আহত

নিজস্ব প্রতিবেদক::

সীমান্তে মিয়ানমারে পণ্য ও গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে মোঃ সিরাজুল ইসলাম (৩৩) একজনের আহত হয়েছে৷

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় সেখানকার বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে এ দুর্ঘটনা ঘটে।

মাইনে আহত হওয়া কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নুরুল ইসলাম পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩৩)৷

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে মিয়ানমারের বিদ্রোহীদের জন্য জ্বালানিসহ বিভিন্ন পণ্যের পাচার বেড়েছে। আহত সিরাজও সীমান্তে পণ্য দিতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হয়েছে৷ পরে আমরা তাঁকে উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করালে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে শুনেছি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক নিচ্ছে৷ সীমান্ত এলাকা হওয়ায় বিষয়টি বিজিবি দেখছে। তবে আমিও খবরাখবর রাখছি৷

পাঠকের মতামত: