কক্সবাজার, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সীমান্তের ওপার থেকে গুলি পড়ছে টেকনাফ স্থলবন্দরে, কার্যক্রম বন্ধ

টেকনাফ স্থল বন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এসময় দুটি গুলি সরাসরি বন্দরে আঘাত করে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিম উদ্দিন জানায় একটি গুলি মূল ভবনের কাঁচের গ্লাসে আঘাত করার ফলে গ্লাসটি ভেঙ্গে যায়, অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে। একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের কাঁচের গ্লাসে আঘাত করে অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী জানায়, মিনানমার থেকে ছোঁড়া গুলি এসে পড়ে টেকনাফ স্থল বন্দরে, তবে কে কারা করেছে সেটি নিশ্চিত নয়, মিয়ানমারের বিদ্রোহীগোষ্ঠী বা সেদেশের বাহিনীর কারো গুলি এসে পড়েছে বলে ধারনা করছেন তিনি।

কয়েকবছর ধরে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মাঝে গৃহযুদ্ধ চলে আসলেও সম্প্রতি মংডু টাউনশীপের দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী যুদ্ধ চলছে বেশ কয়েক মাস ধরে।

এরপরও থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এঘটনায় স্থল বন্দর এলাকায় আতংক বিরাজ করছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: