কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সীমান্তের ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া

মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির জান্তা বাহিনীর মধ্যে যুদ্ধ এখনও চলমান রয়েছে। এতে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিয়ানমারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে গোলার বিকট শব্দ শোনা যাচ্ছে। ওপারে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখা গেছে।

সীমান্তের বাসিন্দাদের বরাত দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুস সালাম বলেন, ‘সন্ধ্যায়ও সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। ওপারে বিকট শব্দ শোনা গেছে। গত কয়েকদিন ধরে ফের গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।’

সূত্র জানায়, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। এর জেরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার এলাকায় নাফ নদে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা টহল জোরদার করেছেন। অনুপ্রবেশের শঙ্কার মধ্যে তারা সতর্ক অবস্থায় আছেন।

এ বিষয়ে মিয়ানমারে থাকা এক স্বজনের বরাত দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, ‘মংডুর টাউশিপে ফের যুদ্ধ চলছে। জান্তা সরকার তাদের কিছু চৌকি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তারা (জান্তারা)। তাই তারা ফের হামলা চালাচ্ছে।’

সীমান্তের বসবাসকারী মোহাম্মদ জোবায়ের বলেন, ‘মিয়ানমার সরকার ও আরকান আর্মির মধ্যে চলমান যুদ্ধের কারণে সীমান্তে আবার গোলার শব্দ পাওয়া যাচ্ছে। এ ছাড়া সীমান্তে আগুনের ধোঁয়া দেখা গেছে।’

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, নাফ নদ ও স্থলপথ অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গারা যাতে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থানে আছে।

পাঠকের মতামত: