কক্সবাজার, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

সীতাকুণ্ডে ৭৩০০ ইয়াবাসহ কুতুপালংয়ের রোহিঙ্গা মা-মেয়ে গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও রুমা (১৬)। সম্পর্কে তারা মা ও মেয়ে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে এ রকম একটি গোপন সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৯ টি ইয়াবা ভর্তি প্যাকেটসহ রুমা(১৬) ও বিবিজান (৩৮) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন,‘ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত: