কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৪ মাদরাসাছাত্র নিহত

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার মাদরাসাছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার ভোরে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। হতাহতরা ঢাকার তেজগাঁও উত্তর বেগুনবাড়ি এলাকার জামিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী।

নিহতরা হলেন—ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হরিপুর এলাকার ওসমান আলীর ছেলে ইয়াসিন আরাফাত (২৩), ফেনীর দাগুনভূঁঞা উপজেলার এনায়েতপুর এলাকার নূর উদ্দিনের ছেলে খালেদ মাহমুদ (১৮), নেত্রকোণার দুর্গাপুর উপজেলার শহরের মামুনুর রশিদের ছেলে ইমরান হোসেন (১৩) ও ইলিয়াস হোসেন (২২)।

সদর থানার এসআই মাহমুদ হাসান বলেন, এই শিক্ষার্থীরা শনিবার উত্তরা পরিবহন নামে একটি বাসে করে ঢাকা থেকে নাটোরে শিক্ষা সফরে যান। সেখান থেকে ফেরার পথে বাসটির সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খালেদ ও ইমরান নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।

এছাড়া এ দুর্ঘটনায় ১০ জন আহত হলে তাদের সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বজনরা সবাইকে ঢাকায় নিয়ে গেছেন। দুর্ঘটনার পর পুলিশ বাস ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেলেও কোনো চালক বা সহকারীকে ধরতে পারেনি।

পাঠকের মতামত: