কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সালাহউদ্দিন আহমেদের কক্সবাজারে আগমন উপলক্ষে উখিয়া বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদল::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কক্সবাজারে আগমন উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গতকাল (২৬ আগস্ট) সোমবার সন্ধ্যায় কোট বাজার তামিম ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন কক্সবাজারের কৃতি সন্তান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ নয় বছর ভারতে নির্বাসন শেষে বীরের বেশে ২৮ আগস্ট কক্সবাজার আসবেন। তাঁকে বরণ করার জন্য উখিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রীতম সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।

তিনি বলেন, আগামী বুধবার উখিয়া থেকে গাড়ি বহর যোগে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কক্সবাজার বিমানবন্দরে গিয়ে উপস্থিত হবে।

সংবাদ সম্মেলনে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন ও মিথ্যা মামলা শত শত বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কঠিন সময় পার করেছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আজ জাতি কঠিন দুঃশাসন থেকে মুক্ত পেয়েছে। আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ ভারতের নির্বাসন থেকে ফিরে পুণরায় বিএনপির হাল ধরেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জহুর আহমদ চৌধুরী সিনিয়র সহ সভাপতি, ছাবের আহমদ আহবায়ক রত্নপালং ইউনিয়ন বিএনপি , গফুর চৌধুরী আহবায়ক হলদিয়া পালং উত্তর ইউনিয়ন বিএনপি, দলিলুর রহমান শাহিন সহ সভাপতি সেলিম উদ্দিন সিরাজী দপ্তর সম্পাদক শাহ আমিন চৌধুরী প্রচার সম্পাদক এইচ এম জসিম উদ্দিন অর্থ সম্পাদক, হলদিয়া দক্ষিণ বিএনপির আহবায়ক জামাল মাহমুদ, ফজল কাদের চৌধুরী, আবুল হোসাইন আব্দুল করিম, কামাল হোসেন চৌধুরী, মেম্বার সাইফুল্লাহ সিকদার, শফিউল আলম মেম্বার, জানে আলম, যুব দলের সাবেক আহবায়ক আরাফাত চৌধুরী, উখিয়া যুবদলের আহবায়ক সাইফুল শিকদার, মোহাম্মদ ইয়াসিন, সাবিত চৌধুরী, শফিক আবেদীন চৌধুরী, আব্দুল হক, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোরশেদুল হক ভুটু, যুগ্ন আহবায়ক আলী হোসেন সুমন, ফয়সাল সিকদার টিটু, ছাত্রদলের সদস্য সচিব রিদুয়ান রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাঠকের মতামত: