কক্সবাজার, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

সাফজয়ী উখিয়ার শাহেদাকে কক্সবাজারে সংবর্ধিত

কক্সবাজারে সাফ নারী চ্যাম্পিয়নশীপ-২০২৪ জয়ী শাহেদা আক্তার রিপা ও জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৭) কৃতি খেলোয়াড় সালাহ উদ্দিন সাহেদকে সংবর্ধিত করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের ইনডোর অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় এ সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে জেলা ক্রীড়া কর্মকর্তার স্বাগত বক্তব্যের পর সাফ নারী চ্যাম্পিয়নশীপ জয়ী দলের সদস্য শাহেদা আক্তার রিপা ও অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের কৃতি খেলোয়াড় সালাহ উদ্দিন সাহেদকে ফুলের তোড়া দিয়ে বরণের পরপরই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এই দুই কৃতি ফুটবলারকে উত্তরীয় পরিয়ে অনুদানের নগদ চেক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে ফুটবলে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান ও সংগঠক হিসেবে অনন্য ভূমিকার জন্য জাতীয় দলের সাবেক গোলকিপার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্য বিজন বড়ুয়াকেও সংবর্ধিত করেন আয়োজকরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, বিকেএসপির উপ-পরিচালক ও জাতীয় টেনিস কোচ রুকন উদ্দিন আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সংগঠক ও খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত: