কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সন্ধ্যায় ফেসবুকে ‘বিদায়’ লেখার পর ভোরে মিললো লাশ

সন্ধ্যায় ফেসবুকে বিদায় লেখার কয়েক ঘণ্টা পরেই মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিল হায়দার। শুক্রবার ৭ এপ্রিল ভাড়া বাসায় তাকে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় মসজিদ জানাজা শেষে তার লাশ তার বাবা ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

অতিরিক্ত ওজনের কারণে স্ট্রোক করেছিলেন বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। তার বন্ধু ও নিকটজনেরা বলছেন, তার মৃত্যু এবং স্ট্যাটাস কাকতালীয়।

নাবিল হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এক শোকবার্তায় বলেন, আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের শোক সইবার শক্তি প্রার্থনা করছি।

পাঠকের মতামত: