কক্সবাজার, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

শিক্ষাঙ্গনে অরাজকতা করে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাঙ্গনে অরাজকতার সৃষ্টি করে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে যারা এমনটা চায়, তাদের সেই চাওয়ার বাস্তবায়ন হবে না।

রবিবার (২৯ মে) সকালে চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে শান্তিতে দেশ চলছে বলে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। কিন্তু এসব বিরোধীদল মেনে নিতে পারছে না। তাই তারা একের পর এক নানা অরাজকতা সৃষ্টি করছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা অতীতে দেশে দুঃশাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনি পরিস্থিতি ঘোলাটে করে তারা অন্যায় সুবিধা নিতে চায়। এজন্য তারা অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্র সমাজ এটিকে প্রতিহত করবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সারোয়ার, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত: