কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

শিক্ষক নিয়োগ: আবেদনের এক মাসের মধ্যে ফল প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের আবেদন চলছে। আগামী ৩০ এপ্রিল এ আবেদন শেষ হবে।

ফলাফল আবেদন শেষের ৩০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসিএ চেয়ারম্যান আশরাফ উদ্দিন। উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে এসএমসের মাধ্যমে এ ফল জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় ৫৪ হাজার শিক্ষক পদে নিয়োগ পেতে এখন পর্যন্ত ৪৩ লাখের বেশি আবেদন জমা হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকায় এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশা প্রকাশ করেন এনটিআরসিএ চেয়ারম্যান।

গত ১ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক শুন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪ এপ্রিল থেকে আবেদনের সুযোগ পায় প্রার্থীরা। প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা হারে ফি দিতে হয় প্রার্থীদের। একজন প্রার্থী যতো ইচ্ছা ততটি প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। একেকজন প্রার্থী ৭০/৮০ টি প্রতিষ্ঠানে আবেদন করেছে বলে জানা গেছে।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত ৪৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। বিপুলসংখ্যক আবেদন করছে প্রার্থীরা। আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে প্রার্থীরা।

তবে ৫৪ হাজার ৩০৪ টি পদের মধ্যে ২ হাজার ২০৭ টি পদ সংরক্ষন করা করেছে। বাকি ৫২ হাজার ৯৭টি পদে মেধাভুক্তরা আবেদন করতে পারবেন।

পাঠকের মতামত: