জাতীয় পর্যায়ের দুই খেলোয়াড় শাহেদা আক্তার রিপা ও সালাউদ্দিন শাহেদের নামে উখিয়ার থাইংখালীতে মাসব্যাপী আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শেষ হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে (৪-২) আলি জোহার একাদশ’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল’কে ১ লক্ষ টাকা ও রানার্সআপ দল’কে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার সহ ট্রফি এবং অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী বলেন, ” টুর্নামেন্টটি স্থানীয় পর্যায়ে ফুটবল প্রসারে মাইলফলক হয়ে থাকবে।”
আগামী বছরও এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, জাতীয় নারী ফুটবল দলের সদস্য শাহেদা আক্তার রিপা, জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ফুটবলে প্রতিনিধিত্বকারী সালাউদ্দিন শাহেদ, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: