নিজস্ব প্রতিবেদক :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উখিয়া উপজেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখায় উখিয়া থানার অফিসার ইনচার্জ ও থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মতবিনিময় করেছে আন্দোলনকারীদের একাংশ। শুক্রবার(১৬ আগস্ট) রাত ৮টায় উখিয়া থানার অফিসার ইনচার্জ কক্ষে শিক্ষার্থীদের একাংশ সাক্ষাত পরবর্তী ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় অফিসার ইনচার্জ(ওসি) শিক্ষার্থীদের সুন্দর দেশ গঠন ও স্ব স্ব অবস্থান থেকে সত্য ও ন্যায়ের পক্ষে নিয়োজিত রেখে পড়ালেখা চালিয়ে যেতে বলেন।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা জানায়,” আন্দোলন চলাকালীন সময়ে উখিয়া থানা পুলিশ কোনো শিক্ষার্থীকে বাঁধা প্রদান, লাঠিচার্জ, গুলিবর্ষণ বা গ্রেফতার করেনি। যা প্রশংসার দাবিদার। পুলিশ জনগণের বন্ধু এবং গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের করা আন্দোলনে বাঁধা প্রদান না করার বিষয়টি সর্বসাধারণের ইতিবাচকভাবে নিয়েছে। ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থী হিসেবে সুন্দর ও সুশৃঙ্খল অসাম্প্রদায়িক উখিয়া উপজেলা বিনির্মাণে ইতিবাচক যেকোনো কাজে আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
পাঠকের মতামত: