কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বদলি

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মাহবুব আলম তালুকদারকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে।

তার স্থলে আসছেন ত্রাণ মন্ত্রণালয়ের রোহিঙ্গা সেলের প্রধান শাহ রিজওয়ান হায়াত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খবরটি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু-দ্দৌজা।

গত বছরের সেপ্টেম্বরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) হিসেবে কক্সবাজারে যোগদান করেন মোহাম্মদ মাহবুব আলম তালুকদার।

এক বছরের মাথায় তাকে বদলি করা হলো।

পাঠকের মতামত: