কক্সবাজার, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শব্দের চাটুকার: কবি রফিকুল ইসলাম রাইসুল

কবিতার ভেতরে আমি বিদ্রোহ করি,
দিগন্ত পাড়ি জমিয়ে নিশাচর পাখি হয়ে শব্দের গর্ভে আমি নিজেকে ঘুম পাড়াই।
প্রিয়তমার উপেক্ষা যন্ত্রণার আগুনে তপ্ত শিখার মতো পুড়িয়ে নিজেকে আলিঙ্গন করি কবিতায়।

দিবালোকে নিশীথে আমার বসবাস কবিতায়,
নিউট্রন বোমার মতো কবিতার সাথে আমার যুদ্ধ।
শব্দের দরজায় আমি বদ্ধ।
কবিতার সমুদ্রে আমাকে খুঁজে পাবে,
কবিতায় আমি দ্বিত্ব,
কবিতার বুকে আমার যৌবনা আমার নতুনত্ব।

কবিতায় ভাসে অভিমান ভেজা নগ্ন মুখ,
লেপ্টে যাওয়া কুঁকড়ানো দুটি চোখ,
রুষ্ট দেশলাই কাঠির মতো পুড়ানো
যাবতীয় দুঃখবোধ,
সবটা দেয়াল ভেঙে
হতে চাই এই মুখর পৃথিবীর নির্ভীক।

আমি তো কবি নই,
আমি তো শব্দ শ্রমিক!
কবিতার সাথে অধিক প্রেম নেই আমার,
আমি শব্দের পরিচিত চাটুকার।
শব্দ শূন্যতায় যত হাহাকার!
আমি তো ক্রোমোজোমে গড়া শ্বেতকণিকার মানুষ,
কতশত জলোচ্ছ্বাস সঁপে,
দীপ্র প্রণয়ের নৈকট্যে করি কুর্নিশ।

পাঠকের মতামত: