সারাবিশ্বেই চলছে মহামারি করোনার প্রকোপ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাসায় এক প্রকার বন্দি জীবন কাটছে শিশু কিশোরদের। ফলে পড়ালেখায়ও তেমন মন নেই। অনেকেই ভুগছে মানসিক বিষণ্নতায়। সর্বক্ষণ চার দেয়ালের মধ্যে আটকে থেকে মন খারাপ বহু শিশুর। এ ক্ষেত্রে সমস্যায় পড়েন বাবা-মা।
লেখাপড়ায় শিশুর মনযোগ বাড়ানোর সহজ উপায়
কিন্তু কীভাবে শিশুর মনকে স্থির করা যাবে? কী করলে বাসায় পড়ালেখায় তার মন বসবে? কী করলে তাদের একগুয়েমি ও বাসাবন্দি জীবন থেকে কিছুটা স্বস্তি দেওয়া যাবে? চাইলে নতুন করে সাজিয়ে ফেলতে পারেন শিশুর পড়ার ঘরটি।
কীভাবে সাজাবেন?
১) দেওয়ালের রং বদলে ফেলুন। শিশুর পছন্দের রং করে দিন বাড়ির অন্তত একটি দেয়ালে। একটু উজ্জ্বল রং ব্যবহার করলে সবচেয়ে ভালো। তবে ঘরের ভেতরে বসেও মন ভালো থাকবে।
২) বাহারি আলো ব্যবহার করুন। সাদা টিউবলাইট রাখবেন না, তেমন নয়। কিন্তু তার সঙ্গে আরও একটি কাজ করা যেতে পারে। ঘরে নানা রঙের আলোও কিছু লাগিয়ে দিন। যাতে শিশুর মন ভালো না লাগলে, সেটি জ্বালিয়ে নিতে পারে।
৩) গাছ রাখুন পড়ার ঘরে। শিশুর পছন্দ না হলেও রাখুন। ঘরে গাছ থাকলে তার প্রভাব মনের ওপর পড়েই। মন স্থির হবে।
৪) আরামদায়ক চেয়ার আর শিশুর পছন্দ হওয়ার মতো একটি টেবিল কিনুন।
৫) বইয়ের সব তাক গুছিয়ে রাখুন।
সূত্র: সংবাদ প্রতিদিন
পাঠকের মতামত: