কক্সবাজার, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

লক্ষ্য হোয়াইটওয়াশ; বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবেন তামিম ইকবালরা। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হবে।

সফরকারীদের লক্ষ্য শেষ ম্যাচটাও জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা এবং আইসিসি ওয়ানডে সুপার লিগের ১০ পয়েন্ট নিশ্চিত করা।

ফলে শেষ ওয়ানডেও বাংলাদেশের কাছে সমান গুরুত্বের।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। তবে মুস্তাফিজের চোটের কারণে একাদশে ঠাঁই পাওয়া শরিফুল ইসলামও দুর্দান্ত ফর্মে রয়েছেন। অর্থাৎ শেষ ওয়ানডেতে মুস্তাফিজ ও শরিফুল দু’জনেরই খেলার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ। মুস্তাফিজ, শরিফুল ও পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সামলাবেন পেস ডিপার্টমেন্ট।

একনজরে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত: