কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ওয়ার্ল্ড ভিশন এনজিও'র পণ্যবাহী গাড়ির বেপরোয়া গতি

রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হুবাইব নামে পাঁচ বছরের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

নিহত শিশু ক্যাম্প-৭ এর বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার ৪ নভেম্বর বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউয়ের ব্লক-বি এর সাব-ব্লক এ-১৭তে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় মালবাহী ট্রাকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। আহত অবস্থায় শিশুটিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর আশপাশের রোহিঙ্গা বাসিন্দারা মালবাহী ট্রাকটি আটক করেন। ঘাতক ট্রাকটি এনজিও ওয়ার্ল্ড ভিশনের পণ্যবাহী বলে ক্যাম্প প্রশাসন সুত্রে জানা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: