মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::
কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকার চলমান লার্নিং সেন্টার, মাদ্রাসা, মক্তব ১৭ মার্চ মঙ্গলবার থেকে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (যুগ্ন সচিব- (আরআরআরসি) মোঃ মাহবুবুল আলম তালুকদার করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার ১৬ মার্চ ৬৪৭ নম্বর স্মারকে জারীকৃত আদেশে এ ঘোষনা দেন।
আদেশে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রম ব্যতীত সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, একইদিন সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৭ মার্চ মঙ্গলবার থেকে ৩১ মার্চ মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে এবং ঐ সময়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষাও স্থগিত ঘোষনা করেছে।
পাঠকের মতামত: