কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গাদের ২৪ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

মিয়ানমারে নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে আরও ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের জরুরি মানবিক সহায়তা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১০ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। নতুন এই অর্থায়নের মাধ্যমে কক্সবাজার ও ভাসানচরের ৯ লাখ ২৫ হাজার শরণার্থীর প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা হবে। শিশু এবং গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নে  ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে একযোগে কাজ করবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নেওয়া উদ্বাস্তু ও স্থানীয় সম্প্রদায়ের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, আরও অনেক কিছু প্রয়োজন।

পাঠকের মতামত: