কক্সবাজার, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

রামু পানেরছড়া বনবিভাগের অভিযানে ১ একর জায়গা দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের রামুর পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়িতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠা সেমি পাকাঘর উচ্ছেদ করে প্রায় ১ একর জায়গা দখলমুক্ত করেছে বনবিভাগ।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টায় রামুর মিঠাছড়ি ৫ নম্বর ওয়ার্ডের অঞ্জুরঘোনা এলাকার জনৈক রায়হান নামের এক ব্যক্তির কব্জায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

পানেরছড়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে যৌথ অভিযানে  অংশগ্রহণ করেন পানেরছড়া বিট কর্মকর্তা, তুলাবাগান বিটের স্টাফ, রাজারকুল রেঞ্জের বিশেষ টহলদল ও ধোঁয়াপালং রেঞ্জের বনপ্রহরীগণ।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো.শরীফুল আলম জানান, বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১ একর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।

যারা অবৈধভাবে বনভূমি দখল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত: