কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

রামুতে ৩২০ কেজি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জাহেদ হাসান::

কক্সবাজারের রামুতে ৩২০ কেজি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে পিকআপ গাড়ি সহ আটক করেছে রামু থানা পুলিশ।

রামু থানার অফিসার ইনচার্জ আনুয়ারুল হোসাইনের নেতৃত্বে এস আই জাফর উল্লা,এ এস আই শফিকুল হাই, এ এস আই, জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ১৯ শে জুলাই রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার সামনে রামু-মরিচ্যা আরকান সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়,এই সময় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে পিকআপ গাড়িসহ আটক করা হয়।

আটককৃতরা হল খুনিয়াপালং ইউনিয়নের পাইন বাগান তুঙ্গার ডেবা এলাকার আলী আহাম্মদের ছেলে জাহাঙ্গীর আলম,থুইংগা কাটা এলাকার খলিলুর রহমানের ছেলে নুরুল ইসলাম। আটক জাহাঙ্গীর আলম জানান, চোলাই মদ গুলি পাইন বাগান তুঙ্গার ডেবা এলাকার শফি আলমের ছেলে সাইফুলের,

রামু থানার অফিসার ইনচার্জ আনুয়ারুল হোসাইন জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: