রামুতে ব্যাগভর্তি ২০ হাজার পিস ইয়াবা হস্তান্তরকালে মোঃ আলমগীর হোসেন (২৬) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নাইক্ষ্যংছড়িগামী রাস্তার জনৈক মঞ্জুর আলমের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
মোঃ আলমগীর হোসেন জোয়ারিয়ানালা ইউপির ১নং ওয়ার্ডের উত্তর মিঠাছড়ি, চৌধুরী পাড়া, (চা বাগান) চেমলীর বাপের বাড়ীর বজল আহাম্মদের ছেলে। এ সময় আবুল হাশেম (২৫) ও মাহমুদুর রহমান দাছরা (৪০) নামে দুইজন পালিয়ে গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, তাদের বিশেষ অভিযানটিম ডিউটি করার সময় রামু বাইপাস ফুটবল চত্বরে অবস্থান করাকালীন কিছুক্ষণের মধ্যে ইয়াবা আদান-প্রদান করবে বলে সংবাদ পায়।
বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে দুপুর অনুমান সোয়া ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ৩ জন লোক পরস্পরের মধ্যে ১টি সাদা প্লাস্টিকের চটের বাজারের ব্যাগ হস্তান্তর করতে দেখে ধাওয়া করে একজনকে আটক করলেও বাকি দুইজন পালিয়ে যায়।
পরে পলাতক দুই জনের ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ডিবি পুলিশের এসআই রাজীব কুমার সূত্রধর বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করেছেন।
অভিযানে ছিলেন -পুলিশ পরিদর্শক রূপল চন্দ্র দাস, মানস বড়ুয়া, এস এম মিজানুর রহমন, এএসআই মোঃ সাজিদুল ইসলাম, কনস্টেবল মোঃ এমরান হোসেন, তপন কুমার ত্রিপুরা, মোঃ মিরাজ হোসেন, মোঃ খালেদ, মোঃ জাবের হোসেন।
পাঠকের মতামত: