কক্সবাজার, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

রামুতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে রশিদ আহমদ (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রশিদ আহমদ উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার প্রয়াত মোহাম্মদের ছেলে।

রবিবার সন্ধ্যা ৬টায় জোয়ারিয়ানালা ইউনিয়নের ভিআইপি পাহাড় তুলাগাছ নামক স্থানে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধিন সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, নিহত রশিদ আহমদ বনাঞ্চলের পার্শ্ববর্তী জমিতে আলু ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে আরো কয়েকজন শ্রমিকের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যায় ফেরার পথে একটি বন্যহাতি তাদের গতিরোধ করে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলে রশিদ আহমদকে পিষ্ট করে বন হাতিটি। এতে রশিদ আহমদের শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা জেএম কবির উদ্দিন জানান, খবর পেয়ে সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রামু থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাঠকের মতামত: