কক্সবাজার, বুধবার, ১২ মার্চ ২০২৫

রামুতে ডেভিল হান্টে কৃষকলীগ নেতা আটক

 

রামুতে অপারেশন ডেভিল হান্টে জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আজিজুল ইসলাম(৩৮) কে আটক করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় জোয়ারিয়ানালা স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক কৃষকলীগ নেতা আজিজুল ইসলাম একই ইউনিয়নের সওদাগর পাড়া মৃত আব্দু শুক্কুরের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ সালাহ উদ্দিন খান নোমান জানান, ২০১৮ সালের বিএনপির অফিস জ্বালিয়ে দেওয়ার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উস্কানীমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পাঠকের মতামত: