কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

রামুতে অবৈধ পানের বরজ উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত

জাহেদ হাসান::

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বনবিটের সংরক্ষিত বনে অবৈধভাবে গড়া পানের বরজ উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ।

বুধবার (১১ আগস্ট)রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা’র উপস্থিতিতে ও পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগর এর নেতৃত্বে বনকর্মী,বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)মোঃ হুমায়ুন কবির জানান,কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বিটের সংরক্ষিত বনে ইতিপূর্বে পানের বরজ উচ্ছেদ করা স্হানে ২য় বার অবৈধভাবে পানের বরজ স্হাপন করাকালে অভিযান চালিয়ে ৪ টি পানের বরজ উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় ২.০ হেক্টর বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত: