নিজস্ব প্রতিবেদক :
উখিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী)
মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুবরণকারী প্রতিষ্ঠাতা, দাতা ও শিক্ষকবৃন্দের জন্য খতমে কোরআন, তাহলীল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) ফাজিল (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে মাদ্রাসা হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রয়াত প্রতিষ্ঠাতা, দাতা ও মরহুম সকল শিক্ষক রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল আবুল কালাম আযাদ বাশার, অধ্যাপক মাষ্টার মাহমুদুল হক সহকারী অধ্যাপক মাওলানা আবুল ফজল ও সহকারী অধ্যাপক মুহিব উল্লাহ। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী নুরুল আমিন, মুবারক রিফাত, মো:হারুন ,মিজানুর রহমান,মামুন সিকদারসহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
এদিকে এমন আয়োজন করে সর্বাঙ্গনে প্রশংসায় ভাসছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
পাঠকের মতামত: