কক্সবাজার, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মোবাইলে গান শোনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

শ্রীমঙ্গলে মোবাইলে গান শোনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জিত কয়রা (২৮) লক্ষ্মীন্দর কয়রার ছেলে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বাংলানিউজকে বলেন, নিহতের স্ত্রী নিপা কর মোবাইল ফোনে ধর্মীয় গান বাজাচ্ছিলেন।

এসময় নিহতের ছোট ভাই সঞ্জিত কয়রা এসে ধর্মীয় গান বন্ধ করতে বলে। তখন নিপা কর গান বন্ধ না করায় তার দেবর এসে নিপার হাত থেকে মোবাইল নিয়ে মাটিতে আছার মেরে ভেঙে ফেলে।

তিনি আরো বলেন, এরপর রঞ্জিত বাসায় এলে এই বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই সঞ্জিত বড় ভাই রঞ্জিতের মাথায় দা দিয়ে আঘাত করে।
পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান শ্রীমঙ্গল ওসি।

পাঠকের মতামত: