কক্সবাজার, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

মরিচ্যা বিজিবি মরিচ্যা চেকপোস্টে অভিযান

মোটর সাইকেলের ব্যাটারির ভিতরে মিলল ইয়াবা

নিজস্ব প্রতিবেদক::

রামু থানার আওতাধীন মরিচ্যা চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ইয়াবা ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ আলা উদ্দিন (২০)।

মরিচ্যা তল্লাশি ফাঁড়ির বিজিবি কমান্ডার নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানিয়েছেন, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া হতে কক্সবাজারগামী একটি একটি মোটরসাইকেলকে মরিচ্যা চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামতে সিগন্যাল দেওয়া হয়৷
পরে অভিযান চালিয়ে মটর সাইকেলের ব্যাটারির ভিতরে বিশেষভাবে লুকানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: