বার্সেলোনার হয়ে লিওনেল মেসির শেষ সংবাদ সম্মেলন! এর মাধ্যমেই প্রিয় ক্লাবটির সঙ্গে ২১ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি হয়ে যাচ্ছে মেসির। ৩৪ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা মঞ্চে এলেন, দাঁড়ালেন পোডিয়ামের সামনে। পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন হলেও মেসি উপস্থিত দর্শক-অতিথিদের সামনে ছোট বক্তব্য রাখবেন। কিন্ত উঠেই হাতের টিস্যু দিয়ে চোখ মুছতে লাগলেন; স্যুটেড-বুটেড মেসির চোখ দিয়ে ঝরছে পানি।
রবিবার (৮ আগস্ট) বিকেলে ন্যু ক্যাম্পে দেখা যায় এমন আবেগঘন দৃশ্য। মেসি হয়তো নিজেই বিশ্বাস করতে পারছেন না; বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু প্রকৃতিতো এমনই যার সময় শেষ তাকে চলে যেতে হয়। মেসিরও বার্সা-জীবন শেষ।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘১৩ বছর বয়সে এখানে এসেছিলাম আমি। আজ ২১ বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান-আর্জেন্টাইন সন্তান। ক্লাবটাতে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত।
আমি ভেবেছিলাম সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, সব বিষয়ে সম্মতি হয়ে গেছে। এরপর একেবারে শেষ মুহূর্তে জানা গেল লা লিগার নিয়মের কারণে চুক্তি নবায়নকে আনুষ্ঠানিক করা সম্ভব হচ্ছে না। এটাই হয়েছে। ‘
পাঠকের মতামত: