কক্সবাজার, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

মিয়ানমার থেকে পণ্য আমদানী বন্ধ টেকনাফ স্থলবন্দরে

টেকনাফ স্থবন্দরের কার্যক্রম ঝিমিয়ে গেছে। শুধুমাত্র পুরনো পন্য বন্দর থেকে খালাস কার্যক্রম চালু রয়েছে।

মিয়ানমারের সংঘর্ষের কারণে মিয়ামারের ইয়াগুন থেকে কোন পণ্য আমদানী হয়নি। আর স্থলবন্দর থেকেও মিয়ানমারে রপ্তানী হয়নি কোন পণ্য।

টেকনাফ স্থলবন্দর আমাদানী রপ্তানীকারক ব্যবসায়িদের সংগঠন টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, দীর্ঘ মিয়ানমারের সংঘর্ষের কারণে মিয়ামার থেকে পণ্য আমদানীতে ধস নেমেছে। কয়েকমাস পর পর একটা দুটো মালবাহী বোট ভিড়ে বন্দরে। এই অবস্থার আরো অবনতি হয়েছে গত এক সপ্তাহ ধরে। শুধু মাত্র একটি বোট মিয়ানমার এসেছে মাছ নিয়ে।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দির জানান, সপ্তাহ ধরে মাত্র মিয়ানমার থেকে একটি বোটে করে পণ্য আমদানী হয়েছে। এরপর থেকে নতুন করে কোন মালামাল আদনী হয়নি।

তিনি জানান, মুলত মিানমারেন চলমান সংঘর্ষের কারণে এমন পরিন্থিতি তৈরী হয়েছে।
তবে পুরনো আমদানীকৃত পণ্য সরবরাহের কাজ অব্যাহত আছে। একেবারেই বন্ধ নাই টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম।

পাঠকের মতামত: