স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীকে মায়ের আঁচল দিয়ে অতি যত্নে রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। একারণেই প্রধানমন্ত্রী মাদার্স অব হিউম্যানিটি উপাধি পেয়ে সারা বিশ্বে প্রসংশিত হয়েছেন।
রবিবার মেহেরপুরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা পুলিশ আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়। এখানে সরকারের কোনও করণীয় নেই। তার জামিনের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুই করার নেই। আদালত যদি মনে করেন, তাহলে তাকে জামিন দেবেন, এটা আদালতের এখতিয়ার। এখানে সরকারের করার কিছুই নেই।
খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনের কোনও শক্তিই বিএনপির নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’
মাদকের কুফল সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদককে না বলুন। মাদক শুধু ব্যক্তিকে নয়, পরিবারকেও ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। একটা সময় মাদকদ্রব্য অধিদফতর ঠুটো জগন্নাথ ছিল। বর্তমান প্রধানমন্ত্রী দফতরটিকে ঢেলে সাজিয়েছেন। দক্ষ কর্মকর্তাসহ লোকবল দেওয়া হয়েছে। এখন প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড প্রসংশিত হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ হোক আর সাধারণ মানুষ হোক সবাই আইনের কাছে সমান। তাই পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানান। খবর বাসস।
পাঠকের মতামত: