কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ২২

মালয়েশিয়ায় ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে একটি ক্যাম্প এলাকার তাবুর ওপর পাশের পাহাড়ি রাস্তা ধসে পড়লে মাটির নিচে চাপা পড়ে এ ঘটনা ঘটে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলানগর রাজ্যে রাত তিনটার দিকে একটি অর্গানিক খামারের কাছের রাস্তায় ভূমিধস হয়। ওই খামারে তাঁবু খাটিয়ে থাকার (ক্যাম্প সাইট) ব্যবস্থা ছিল।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক বার্তায় বলা হয়েছে, ৯০ জনের বেশি মানুষ ভূমিধসের কবলে পড়েছেন। এর মধ্যে ৫৯ জনকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ জন এখনো নিখোঁজ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলানগরে এর আগেও ভূমিধস হয়েছে। এসব ভূমিধসের বেশির ভাগের জন্য বন ধ্বংসকরণকে দায়ী করা হয়। অঞ্চলটিতে এখন বর্ষা মৌসুম চললেও সেখানে ভূমিধস হওয়ার মতো ভারী বৃষ্টি বা ভূমিকম্প গতকাল রাতে হয়নি।

পাঠকের মতামত: