কক্সবাজার, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে এক শ্রমিকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি::

মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের পস্কো লিমিটেডে কর্মরত জহিরুল আলী (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিক চাঁপাইনবাগঞ্জের একদিল আলীর পুত্র।

পস্কোর সূত্রে জানা যায়, ২৮ জুন মঙ্গলবার রাত সাড়ে বারটায় পস্কো কোম্পানীর একামুডেশন এরিয়া মসজিদের গেইটের পাশে উইলিং প্লান্টের ওয়াকার রুমের সামনে জহিরুল আলীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় দায়িত্বরত সিকিউটিরি। জীবিত মনে করে তাকে সেখান থেকে উদ্ধার করে পস্কো কোম্পানীর এ্যাম্বুলেন্স যোগে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পস্কো আইডি নং ৪৯৮।

এদিকে তার মৃত্যুকে ঘিরে প্রকল্প এলাকায় চলছে বিভিন্ন কানাঘুষা।
বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ী কোলপাওয়ার কর্তৃপক্ষের সিকিউরিটি অফিসার আলফাস।

পাঠকের মতামত: