কক্সবাজার, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

মাটিতে পুঁতে রাখা অস্ত্র উদ্ধার র‍্যাবের

কক্সবাজারের রামুর গর্জনিয়ার বড়বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি দেশীয় এলজি, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড তাজা গুলি ২৪ রাউন্ড গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধারের দাবী করেছে র‌্যাব-১৫।

র‍্যাব-১৫ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের ক্রমাগত অস্ত্র বিরোধী অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

মাটির নিচে পুঁতে রাখা অবস্থা থেকে উদ্ধার এসব অস্ত্র উপস্থিত সাক্ষীদের মোকাবিলায় জব্দ তালিকা প্রস্তুত করে বলে জানানো হয় র‍্যাবের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে ।

পাঠকের মতামত: