কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালী থানার ওসিকে খুনের হুমকি!

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌসকে গত দুদিন ধরে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে একটি চক্র। গত কয়েকদিন ধরে মুঠোফোনে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ হুমকি দিচ্ছেন।

এলাকার মাদক ব্যবসা ও সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে জড়িত অপরাধীরাই এ কাজ করে যাচ্ছে। সর্বশেষ বুধবার মধ্যরাতে একটি ইন্টারনেট নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয় ওসি দিদারুলকে। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওসি। জিডির কপির সঙ্গে তিনি নম্বরগুলো দিয়েছেন। পুলিশ এসব হুমকিদাতাদের শনাক্ত করতে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে।

জিডিতে ওসি উল্লেখ করেন, হুমকি দেয়ার সময় মোবাইলের স্ক্রিনে সিঙ্গাপুর ভেসে ওঠে। যিনি মোবাইল করেছেন তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন- ‘খেয়ে দেয়ে নাও। তোমাকে আর বেশি দিন বাঁচতে দেয়া হবে না।

স্থানীয় ক্রিমিনালরাই মূলত এ কাজ করছে বলে ধারণা করছেন ওসি দিদারুল ফেরদৌস। তিনি জানান, আগের দিনও তাকে অজ্ঞাত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সূত্র: আমাদেরসময়

পাঠকের মতামত: