কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে ৩৩২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

এম বশির উল্লাহ, মহেশখালী::

মহেশখালীতে উৎসব মূখর পরিবেশে পৌরসভা, মাতারবাড়ি, কুতুবজোম ও হোয়ানক ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র স্ব স্ব রিটানিং অফিসারের কাছে জমা দিয়েছে। ১৮ র্মাচ মনোনয়ন পত্র জমার শেষ দিনে প্রচন্ড ভিড় ছিলো উপজেলা প্রাঙ্গনে ।

সকাল থেকে উপজেলার মাতারবাড়িসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নৌকার র্প্রাথীরা মনোনয়ন পত্র জমা দিতে আসেন।

মহেশখালী উপজেলা নির্বাসন অফিস সুত্রে জানা যায়, মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারন মহিলা সংরক্ষিত পদে ১০ জন, সাধারন পুুরুষ পদে ৪৩জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২, সাধারন পুুরুষ ৬৬ জন, হোয়ানক ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪, সাধারন পুুরুষ পদে ৬৭ জন, কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩জন সাধারন পুরুষ পদে ৬৭ জন মনোনয়ন দাখিল করেছেন৷

সর্ব মোট ৩৩ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত মহিলা পদে ৫৬জন, সাধারন পুুরুষ পদে ২৪৩ জন সহ মোট ৩৩২ জন।

উপজেলা নির্বাচন অফিসার জুলকার নাঈম জানান, প্রার্থীরা যথা যথ নিয়ম, মেনে মনোনয়ন দাখিল করেছে আজ সকাল ১০ টা থেকে বিকাল ৫টা র্পযন্ত উপজেলা হল রুমে বাচাই অনুষ্টিত হবে।

২৪ র্মাচ প্রত্যাহার, ২৫ র্মাচ প্রতিক ও আগামী ১১ এপ্রিল ভোট গ্রহন অনুষ্টিত হবে।

মহেশখালী পৌরসভায় ইভিএমে বাকী ৩ ইউনিয়নে ব্যালটে ভোট নেওয়া হবে।

পাঠকের মতামত: