কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে স্রোতের তোড়ে ভেসে কিশোরের মৃত্যু

জোয়ারের পানিতে স্রোতের তোড়ে ভেসে গিয়ে মহেশখালীতে মোহাম্মদ হাসান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনাদিয়া দ্বীপে যাওয়ার পথে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাসান উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরুকপাড়ার আবদুল করিমের ছেলে।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বলেন, ওই দিন বেলা ১১টার দিকে তার এলাকার স্ক্র্যাপ ব্যবসায়ীর সঙ্গে কিশোর মোহাম্মদ হাসান সোনাদিয়া দ্বীপে বেড়াতে যাচ্ছিল। কিন্তু সোনাদিয়া দ্বীপে যাওয়ার পথে ঘটিভাঙা ব্রিজ পার হয়ে দক্ষিণের সংযোগ সড়কে ওঠার সময় জোয়ারের কবলে পড়ে মোহাম্মদ হাসান ভেসে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে। খবর পেয়ে তার স্বজনরা সাগরে বোট নামিয়ে উদ্ধার তৎপরতা চালান। টানা পাঁচ ঘন্টা পর বিকেল পৌনে চারটার দিকে ঘটিভাঙা ব্রিজের দক্ষিণ পাশ থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: