কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে সিএনজি ট্যাক্সির ধাক্কায় প্রাণ গেল নারীর

কক্সবাজারের মহেশখালীতে দ্রুতগামী সিএনজি টেক্সির ধাক্কায় লায়লা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া সড়কে এ ঘটনা ঘটে। তিনি মাইজপাড়া গ্রামের মৃত বশির আহমদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার এলাকায় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় কালারমারছড়া থেকে বদরখালী দ্রুতগামী দুইটি সিএনজি টেক্সি ওভারটেক করতে গিয়ে সড়কের পশ্চিম পাশে লায়লা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য আকতারোজ্জামান বাবু। পূর্বকোণকে তিনি বলেন, গাড়ির ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

পাঠকের মতামত: