কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুহুল কাদের রুবেল (৩০)। তিনি উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম গ্রামের মো. আমিনের ছেলে।

এলাকাবাসী জানান, ফকিরজুম বাজারের পাশে রাতে সিএনজিচালিত অটোরিকশায় মুখোশ পরা একদল দুর্বৃত্ত এসে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত: