কক্সবাজার, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

কক্সবাজারের মহেশখালীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় চার বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো এক শিশু গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলার কালারমারছড়ার ইউনুছখালী মাইজপাড়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত তানজিনা আক্তার জুই (৪) কালারমারছড়া মাইজ পাড়া গ্রামের মুহিবুল্লাহর কন্যা। আহত ইবা (৫) মো. ওসমানের কন্যা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজপাড়া প্রধান সড়কে রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশার ধাক্কায়  দুই কন্যা শিশু চাকার নিচে পিষ্ট হয়। এতে জুই নামের কন্যা শিশুটি ঘটনাস্থলে প্রাণ হারায়। আহত অবস্থায় অপর শিশু ইবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থল থেকে ড্রাইভার ও অটোরিকশাটি আটক করেছে স্থানীয় জনতা।

এদিকে সড়ক দুর্ঘটনার পরপর স্থানীয় উত্তেজিত জনতা সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিলে দূরপাল্লার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে উত্তেজিত জনতা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানসহ টেগব্যাগে স্পিড ব্রেকার দেওয়ার দাবি তুলেন।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ছি। সড়ক থেকে ব্যারিকেড সরাতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: